শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

বিরক্তিকর রোগ কানপাকা

বিরক্তিকর রোগ কানপাকা

কানের পর্দার একটা স্থায়ী অসামঞ্জস্য তৈরি হলে কান পাকা রোগ হওয়ার আশঙ্কা থাকে।  ইতোপূর্বে সংঘটিত মধ্যকর্ণের আকস্মিক প্রদাহের কারণেও হতে পারে। এমনকি মধ্যকর্ণের ঋণাত্মক বায়ু চাপের কারণে, অথবা সেখানে পানি জমে থাকার কারণে এ রোগের আশঙ্কা থাকে। ডাক্তাররা এ রোগকে ডাকেন ক্রনিক অটাইসিস মিডিয়া। সক্রিয় এবং অপেক্ষাকৃত নিরুপদ্রব এই দু’ধরনের মিলিয়ে শতকরা ৪.১ ভাগ লোককে এ রোগে ভুগতে দেখা যায়। এর মধ্যে ৩.১% রোগীর ২ কানে এবং ১% রোগীর ১ কানে রোগটি দেখা যায়। বাংলাদেশে এই হার ৫-৬%। ৪১ থেকে ৮০ বছর বয়সের যারা ১৮-৪০ বছরের তুলনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের দ্বিগুণ।  কায়িক শ্রমনির্ভর পেশার মানুষ অন্যদের তুলনায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আলাস্কার আদিবাসীরা অধিক আক্রান্ত হয়। একই দেশের আদিবাসীদের বিভিন্ন গোত্রের মধ্যে তারতম্য হয়। উন্নয়নশীল দেশে রোগটির হার বেশি হলেও একেক দেশে একেক রকম।

চিকিৎসা : কান পরিষ্কার রাখা, কানের ফোঁটা, সিপ্লোফ্লক্সাসিন, জেসনটামাইসিন, নিউমাইসিন জাতীয় ওষুধ ফোঁটা হিসেবে ব্যবহার। সঙ্গে স্টেরয়েড এবং ছত্রাকবিরোধী ওষুধ প্রয়োজনবোধে সংযোজিত হতে পারে। টনসিল, এডিনয়েড, সাইনাস ও নাকের সমস্যা থাকলে বিহিত করতে হবে।

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু

বিভাগীয় প্রধান, ইএনটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর