শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

ক্যান্সারের পূর্ব লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক

দীর্ঘস্থায়ী খুসখুসে কাশি হওয়া।  দীর্ঘস্থায়ী স্বরভঙ্গ হওয়া। সহজেই সারছে না এমন ক্ষত।  অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়া। স্তন বা শরীরের কোথাও পিণ্ড বা  চাকার সৃষ্টি হলে। দীর্ঘস্থায়ী গিলতে কষ্ট হলে।  দীর্ঘস্থায়ী হজমের গণ্ডগোল, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন,  তিল বা আঁচিলের হঠাৎ পরিবর্তন,  ক্রমেই ওজন কমে যাওয়া,  কাশির সঙ্গে রক্ত যাওয়া,  উপদ্রবহীন ছোট টিউমার হঠাৎ দ্রুত বড় ও ব্যথাযুক্ত হলে,  হঠাৎ খাবার রুচি কম হয় ও অল্প খেলেই পেট ভরে যায়,  মলদ্বার দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ, প্রচণ্ড ব্যথা ও মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হওয়া,  রজঃস্রাব বন্ধ

হওয়া সত্ত্বেও প্রচুর রক্তস্রাব হওয়া,  পোড়া ঘা ভালো হওয়ার পর পুনরায় কাঁচা হওয়া।

সর্বশেষ খবর