সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীতে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা

শীতে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা

জন্মের পর থেকে শুরু করে ২৮ দিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। একটা শিশু মায়ের পেটে উষ্ণ তাপমাত্রায় (৩৭ ডিগ্রি সেলসিয়াস) অবস্থান করে। তাই পৃথিবীর তাপমাত্রায় সে শীত অনুভব করে। তা ছাড়া শিশুর শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হতেও সময় লাগে। তাই শিশুকে উষ্ণ তাপমাত্রায় রাখুন। শিশু বুকের দুধ খাওয়ার সময় ঘেমে যায়, তাই এ সময় গরম কাপড় আগলা করে দিন। লক্ষ্য রাখুন, শিশু ঘামছে কী না। শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। বুকের দুধে রোগ প্রতিরোধ শক্তি থাকে। ফলে শিশু সহজে ঠাণ্ডা-কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না। যেসব বাচ্চা কোনো কারণে বুকের দুধ খায় না বা পায় না, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দিনে ঠাণ্ডা বাতাস এলেও ঘরের জানালা খুলে দিন, যেন রোদ ও নির্মল বাতাস ঢুকতে পারে। শিশুকে দোলনায় বা আলাদা মশারিতে না রেখে মায়ের কোলঘেঁষে শোয়াবেন, এতে শিশু উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে ও বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। শীতে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে দিতে হলে বন্ধ জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে রোদ লাগান। জন্মের সঙ্গে সঙ্গে গোসল করানোর দরকার নেই।  নাভি না শুকানো পর্যন্ত গোসল করাবেন না।

ডা. সামিয়া তাসনীম, শহীদ মনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা, ঢাকা।

সর্বশেষ খবর