শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টিপস্


টিপস্

জলপাই পাতার পুষ্টিগুণ

জলপাইয়ের তেলের গুণের কথা তো কমবেশি সবাই জানি। তবে জলপাই পাতারও গুণ আছে তা হয়তো অনেকেই জানেন না। বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে নানাবিধ স্বাস্থ্য সমস্যা দূর করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। জলপাইয়ের পাতায় রয়েছে অলিওরোপিয়েন নামে একটি উপাদান যেটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। হার্টে রক্ত

চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করে এটি। গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। ক্যান্সার সহায়ক কোষ বৃদ্ধিতে বাধা দেয়। —হেলথ জার্নাল

সর্বশেষ খবর