সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মা-শিশুর বন্ধন

গর্ভকালীন ও গর্ভ-পরবর্তী

মা ও শিশুর এই বন্ধনে শারীরিক ও মানসিক উভয় বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাধারণত দেখা যায় শিশুরা খুব ভীত ও দুর্বল হয়ে যায় যখন তাদের পরিচিত কারও থেকে সরিয়ে নেওয়া হয় (অধিকাংশ সময়ই তা হয় মা ও বাবা)। যেসব মহিলা নতুনভাবে মাতৃত্ব লাভ করেছেন তারা সাধারণত শিশু জন্মলাভের সঙ্গে সঙ্গেই শিশুর প্রতি মাতৃত্বের এই বন্ধন অনুভব নাও করতে পারে, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে। গর্ভকালীন মা ও শিশুর মধ্যে যে বন্ধন তৈরি হয় তা মূলত গড়ে ওঠে গর্ভে শিশুর ধীরে ধীরে বেড়ে ওঠার সময়। সাধারণত ১৮ থেকে ২৫ সপ্তাহে গর্ভে শিশুর নড়াচড়া থেকেই মায়ের মধ্যে মাতৃত্বের একটি মানসিক বন্ধনের স্তম্ভ তৈরি হয়, যা বাচ্চার প্রথম আলট্রাসাউন্ড দেখে মায়ের মধ্যে আরও দৃঢ় হয়। শিশু জন্মের সময় মা যে কষ্টের মধ্য দিয়ে যায় এবং পরবর্তীতে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর মধ্য দিয়ে এই বন্ধন আরও সুদৃঢ় হয়, তাই মায়ের উচিত শিশুকে বুকের দুগ্ধ পান করানে।

ডা. এম এস মলি, এমবিবিএস, এমফিল (খাদ্য ও পুষ্টি, ডিইউ)

সর্বশেষ খবর