শিরোনাম
শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
জেনে রাখা ভালো

জীবাণুবাহিত রোগ জিবিএস

এ রোগটি একটু অপরিচিত। কিন্তু আশপাশের অনেকেই এই রোগে আক্রান্ত হন। জিবিএস (গুলিয়ান-বারি-সিনড্রোম) একটি জীবাণু সংক্রমণজনিত রোগ। ক্যামপাইলো ব্যাকটার জিকুনি নামের একটি ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে জিবিএস দেখা দেয় বলে সাধারণভাবে মনে করা হয়।

লক্ষণ : সাধারণত দেখা যায়, কয়েক দিন থেকে পাতলা পায়খানা, সঙ্গে একটু জ্বর তারপর হাত-পায়ে অবশ ভাব এবং ক্রমান্বয়ে হাত ও পায়ের শক্তি কমে। এমনকি হাত-পা নাড়ানোর ক্ষমতা থাকে না।

এটি ক্রমান্বয়ে শরীরের পেরিফেরি বা দূরের অংশ থেকে উপরের দিকে আসে। কিছু কিছু ক্ষেত্রে রেসপি-রেটরি মাংসপেশি প্যারালাইজড হয়ে শ্বাস নিতে না পেরে ৫ থেকে ৬ শতাংশ রোগী প্রাণ হারায়।

কাদের বেশি হয় : নারী-পুরুষ উভয়েরই হতে পারে, এছাড়া লিঙ্গভেদে  প্রকোপের তেমন পার্থক্য হয় না।

করণীয় : একিউট বা জরুরি অবস্থায় রোগীর অবস্থা যখন সংকটাপন্ন অর্থাৎ রোগী হাত-পা নাড়তে পারে না, এমনকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে—তখন রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কিছু ক্ষেত্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থার প্রয়োজন পড়ে।

পুনর্বাসন চিকিৎসা : 

আক্রান্ত ব্যক্তিকে সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই ধৈর্য ধরতে হবে।

ডা. এম ইয়াছিন আলী, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমণ্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর