রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ত্বকের লেজার চিকিৎসা কী?

ত্বকের লেজার চিকিৎসা কী?

লেজার চিকিৎসা মূলত সৌন্দর্যবর্ধক চিকিৎসা, রোগের নয়। এই চিকিৎসা নেওয়ার আগে কিছু তথ্য জেনে নেওয়া ভালো— এটি স্থায়ী কোনো চিকিৎসা নয়। এই সেবা নেওয়ার পর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় তবে ত্বকের ধরন অনুযায়ী কিছুদিন পর চিকিৎসা পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে। * কম বয়সীদের  (২০ বছর বয়সের আগে) এই সেবা গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। * শুধু এ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকেই সেবা গ্রহণ করা উচিত। * এই চিকিৎসা নেওয়ার পর ত্বক এবং দাগ প্রথমে লালচে/ গোলাপি, পরে গাঢ় রং ধারণ করে। ধীরে ধীরে ৫-৭ দিনের মধ্যেই আবরণ খসে পড়ে উজ্জ্বল ত্বকের আবির্ভাব ঘটে। * সেবা গ্রহণের পর কারও কারও কয়েকদিন হালকা জ্বালাপোড়া এবং চুলকানি অনুভূতি হতে পারে। চিকিৎসক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। * চিকিৎসা নেওয়ার পর কয়েকদিন অন্য কোনো ক্রিম বা প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ত্বক স্বাভাবিক অবস্থায় এলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার এবং সূর্যালোকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

—ডা. এম আর করিম রেজা, ইন্দোনেশিয়া (জাকার্তা) প্রবাসী ত্বক এবং সৌন্দর্য বিশেষজ্ঞ।

সর্বশেষ খবর