সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রেসক্রিপশন

ডিমেনশিয়া কী?

স্বাস্থ্য ডেস্ক

ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ, যেখানে স্মৃতিশক্তি ক্রমাগত কমে যায়। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে পৃথিবীতে মৃত্যুহার অনেক কমে গেছে। ফলশ্রুতিতে পৃথিবীতে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রকৃতপক্ষে কোনো শারীরিক সমস্যা না থাকলেও নিউরোলজি বিশেষজ্ঞের চেম্বারে ইদানীং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যদিও এসব প্রবীণ ব্যক্তি কিছু না কিছু শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন এবং দৈনন্দিন কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না। যেমন-একা একা বাড়ির পথ চিনে যেতে পারেন না, হিসাব মেলাতে পারে না, অনেক দিনের চেনা মানুষ, আত্মীয়স্বজনকে চিনতে পারেন না, অনেকে আবার হঠাৎ করে রেগে যান, ওষুধ বা খাবার খেয়েছেন কিনা মনে করতে পারেন না, আবার কেউ কেউ অহেতুক সন্দেহ করে থাকেন, কোনো বয়স্ক মানুষের এসব সমস্যা দেখা দিলে নিকটাত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। রোগীর এই উপসর্গগুলো সাধারণত ডিমেনশিয়া রোগে দেখা যায়। অন্যান্য উপসর্গ যেমন - কগনিটিভ ইময়োরম্যান্ট,  কথাবার্তায় অসংলগ্নতা এবং স্বাভাবিক কার্যক্রম করতে না পারা ইত্যাদি ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর