শিরোনাম
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

টিপস

স্বাস্থ্য ডেস্ক

রোদে বের হলেই অনেকের মুখ জ্বালা, চামড়া লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া- এসব সমস্যা দেখা দেয়। এ ছাড়া গরমেও চামড়া বেশ শুকিয়ে যায়। আর চামড়া শুষ্ক হলেই একাধিক ত্বকের সমস্যা দেখা যায়। চামড়া ফেটে যাওয়া, লালচে হয়ে যাওয়া, র‌্যাশ-ফুসকুড়ির সমস্যা এসব লেগেই থাকে। গরমেই বাড়ে মূলত অ্যালার্জির সমস্যা। এর পিছনে কারণ হিসেবে দূষণ, অতিরিক্ত রোদ এসব তো আছেই, গরমে অ্যালার্জি হলে সাইনাস, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া এসব লেগেই থাকে। আবার অ্যালার্জির সমস্যা হয় বলে গলা চুলকানো, গলাব্যথা এসবও কিন্তু হতে পারে। ফলে সেখান থেকে কফের সমস্যা আসতে পারে। কাশি, গলা চুলকানো, গলায় ইনফেকশন, ঘামাচি এসবও হতে পারে। এ ছাড়াও গরমে অনেকেই মশারি টাঙিয়ে ঘুমান না। সেই সঙ্গে পোকা মাকড়ের উপদ্রপ থাকে। আর তাই সেখান থেকেও কিন্তু অ্যালার্জির সমস্যা আসে। সমস্যা প্রায়শই যদি হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। তিনি আপনার ত্বকের ধরন অনুযায়ী ওষুধ দিতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর