রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে

সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে

প্রতিটি অস্থি-সন্ধির ক্ষয় প্রতিরোধের জন্য জয়েন্টগুলোর ভিতরে এক ধরনের পদার্থ আছে, যাকে মেডিকেল ভাষায় সাইনোভিয়াল ফ্লুইড বলে। উদাহরণ হিসেবে বলা যায়, গাড়ির চাকার মধ্যে যেমন গ্রিজ থাকে যা গাড়ির চাকা ঘোরাতে সাহায্য করে। তেমনি সাইনোভিয়াল ফ্লুইড আমাদের অস্থি-সন্ধিগুলোয় গ্রিজের ভূমিকা পালন করে। বয়স চল্লিশের ওপর হলে যেমন আস্তে আস্তে আমাদের বয়সজনিত হাড়ের ক্ষয় শুরু হয় তেমনি অস্থি-সন্ধির অভ্যন্তরীণ ফ্লুইডও কমতে থাকে। বিশেষ করে মানবদেহের সোল্ডার জয়েন্ট বা কাঁধ ও হাঁটুতে এ সমস্যাটি বেশি দেখা যায়। সোল্ডার জয়েন্ট বা কাঁধে সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে আক্রান্ত ব্যক্তির হাত নাড়াতে কষ্ট হয়, হাত ওপরে উঠাতে পারেন না, পিঠের দিকে হাত নিতে পারেন না, কাপড়-চোপড় পরতে কষ্ট হয়। হাঁটুতে সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে আক্রান্ত ব্যক্তি নিচে বসতে পারেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না, নামাজে বসতে পারেন না, টয়লেটে বসতে কষ্ট হয় ইত্যাদি সমস্যা দেখা দেয়।

চিকিৎসার ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়, পাশাপাশি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ও থেরাপিউটিক ব্যায়ামের মাধ্যমে জয়েন্টের কার্যক্ষমতা অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব। তাই আমাদের শরীরে উপরোল্লিখিত উপসর্গগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।

-ডা. এম ইয়াছিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

সর্বশেষ খবর