সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিনা বেতনেও পড়ছেন অনেক শিক্ষার্থী

বিনা বেতনেও পড়ছেন অনেক শিক্ষার্থী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিনাবেতনেও পড়ছেন অনেক শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এ ভর্তিযোগ্য মোট আসন সংখ্যার শতকরা তিন ভাগ মুক্তিযোদ্ধা সন্তানদের  বিনামূল্যে ভর্তির জন্য সংরক্ষণ করা হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট ৫ হাজার ৪৩৭ জন মুক্তিযোদ্ধার সন্তান পড়াশোনা করছেন। উচ্চশিক্ষার সুযোগ সর্বস্তরে পৌঁছানোর লক্ষ্যে সরকার মোট আসনের শতকরা তিন ভাগ দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করেছে। বর্তমানে মোট ৩৩ হাজার ২৩৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বিনাখরচে অধ্যয়নরত। ইউজিসির তথ্যমতে, ২০২০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনাখরচ, স্কলারশিপ এবং ওয়েভারপ্রাপ্ত সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৮ হাজার ৬৭৪, ৬০ হাজার ৯০৪ এবং ১ লাখ ৬৫ হাজার ৯৮০ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর