সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

মানসম্পন্ন শিক্ষায় অঙ্গীকারবদ্ধ

অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান - উপাচার্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

মানসম্পন্ন শিক্ষায় অঙ্গীকারবদ্ধ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেছেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে এটি দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’-অনুযায়ী ২০১৮ সালে ৩ জুন প্রতিষ্ঠিত হয়। মানসম্মত শিক্ষায় অঙ্গীকারবদ্ধ এ বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলেন, আইএসইউতে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সেস-এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ। অধিকন্তু আইএসইউ ইউজিসির নির্দেশিকা অনুসারে আন্তর্জাতিক মানের ওবিই পাঠ্যক্রম অন্যুায়ী; দেশ-বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এখানে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরির সুযোগ করে দিচ্ছে এবং ১৪টি ক্যাটাগরিতে শতভাগ পর্যন্ত ওয়েভার প্রদান করা হয়। গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। ইতোমধ্যে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন যাত্রা শুরু করেছে। আইএসইউতে জার্নাল অব বিজনেস এবং ডেভেলপমেন্ট স্টাডিজ প্রকাশ পেয়েছে এবং আরও বেশ কয়েকটি জার্নালের কাজ চলমান। শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য সহ-শিক্ষা কার্যক্রম উৎসাহিত করছে। আইএসইউ টেক্সটাইল ক্লাব, বিজনেস ক্লাব, আইটি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব এবং কালচারাল ক্লাব শিক্ষার্থীদের মেধাকে আরও শানিত করছে। ইংরেজি ভাষার দক্ষতার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব বাদেও হাতে-কলমে শিক্ষাদানের জন্য আধুনিক দুটি ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব, কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ খবর