সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আদর্শ ও নৈতিক শিক্ষায় অনন্য

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান - উপাচার্য (ভারপ্রাপ্ত), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

আদর্শ ও নৈতিক শিক্ষায় অনন্য

‘সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন সুনাগরিক উপহার দেওয়া একটি বড় চ্যালেঞ্জ’

 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ে ¯œাতক পর্যায়ে ৮টি ও ¯œাতকোত্তর পর্যায়ে ২টি প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামগুলোর সবগুলোই মার্কেট ওরিয়েন্টেড ও যুগোপযোগী। এখানকার গ্র্যাজুয়েটদের দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি পর্যায়ে ভালো মূল্যায়ন রয়েছে। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন, কেউ বিসিএস দিয়ে প্রশাসনে ঢুকেছেন। অনেকে উদ্যোক্তা হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন। সব থেকে বড় কথা আদর্শ ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাদানে অনন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উপাচার্য বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে আমরা হরতাল-অবরোধের মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রেখেছি। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি মূল ভিত্তি- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশনা অনুসারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রামসমূহ ‘ওবিই’ ভিত্তিক কারিকুলামে পরিচালিত হচ্ছে।

রাজধানীর আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রয়েছে নয়নাভিরাম স্থায়ী ক্যাম্পাস। এখানে রয়েছে ছেলেমেয়েদের জন্য পৃথক খেলার মাঠ। এ ছাড়া রাজধানীর গুলশানে লেকের পাড়ে মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস অবস্থিত। ড. আব্দুছ ছবুর খান বলেন, বর্তমানে অপসংস্কৃতি গোটা যুবসমাজকে নিজস্ব আদর্শ ও ঐতিহ্য থেকে যেভাবে দূরে সরিয়ে নিচ্ছে তাতে দেশ ও জাতিকে সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন সুনাগরিক উপহার দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষা, প্রশাসনসহ প্রতিষ্ঠিত একদল শিক্ষানুরাগীর মাধ্যমে গঠিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ।

সর্বশেষ খবর