বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

কাগজের মতোই ভাজ হবে ট্যাবলেট

কাগজের মতোই ভাজ হবে ট্যাবলেট
দেখতে কাগজের মতো হলেও জিনিসটি ট্যাবলেট কম্পিউটার। বাঁকানো, ভাঁজ দিয়ে পকেটে বহন করা যাবে এটি। এবারের প্রযুক্তিভিত্তিক ট্রেড ফেয়ারে 'উয়ুম ফ্ল্যাঙ্বিল ডিসপ্লে' নিয়ে আসে স্যামসাং। সেই একই ধরনের প্রযুক্তি আবারও প্রদর্শন করা হয় সেই ফেয়ারে। যদিও স্যামসাং ২০১১ সালে এই একই ইভেন্টে ফিউচারিস্টিক ডিসপ্লে প্রদর্শন করে। কিন্তু এখনো অত্যাধুনিক প্রযুক্তি তাদের পরিকল্পনাধীনেই আছে। তাই পরপর দুই প্রতিষ্ঠানের প্রদর্শিত অঙ্গুর ডিসপ্লের সাক্ষ্য হলো সিইএস ২০১৩। চরম বিস্ময়কর পণ্যটি কবে আসছে দাম কত হবে এসব বিষয়ে তারা কিছুই জানায়নি। শুধু এর বহু ক্ষমতার কার্যবিধি, সুবিধা দেখানো হয়। পেপার ট্যাব নামের এ পণ্যের আকার ১০.৭ ইঞ্চি যাতে উচ্চ ক্ষমতার প্লাস্টিক পর্দা ব্যবহার হয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান সঙ্গে আছে ইন্টেল এবং কানাডার কুয়িন ইউনিভার্সিটি সংগঠনটি অত্যাধুনিক প্রযুক্তির পরিকল্পনাকারী। তাদের দাবি এটি নমনীয় ফলে ব্যবহারকারী অসাধারণ কিছু সুবিধা উপভোগ করবে কেননা নমনীয় বলে মোচড়ানো ভাঁজ দেওয়া, সুবহনীয় হবে। ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এমন নিশ্চিত তথ্য দিয়েছে তারা। উল্লেখ্য, পেপার ট্যাব ঠিক পেপার শিটের মতো ব্যবহার এবং ম্যাগাজিন পড়ার মতো অভিজ্ঞতা নেওয়া যাবে বলে জোর দাবি করা হয়। এ ছাড়া প্রচলিত ট্যাবের ডিসপ্লের তুলনায় এটা অত্যাধিক চিকন এবং হালকা। প্রদর্শনকালে কয়েকটি পেপার ট্যাব কনটেন্টের ব্যবহার বিধি দেখানো হয়। যা সুস্পষ্ট করে পারস্পরিক একাধিক ক্রিয়া ছাড়াও পণ্যটি কতটা আয়েশের হবে। তাদের মতে, পেপার ট্যাব কার্যত পেপার এবং ট্যাবলেটের মধ্যে সেতুবন্ধনের দিকটি কিঞ্চিত প্রতীয়মান করছে। তাই প্রযুক্তিপ্রেমীরা প্রয়োজনীয় দিকগুলো বিবেচনায় নিলে প্রিন্ট আউটের সংখ্যা কমে আসবে। উল্লেখ্য, এ পেপার ট্যাবের পরিকল্পনা এখনো চলমান। যেহেতু ফিউচারিস্টিক প্রযুক্তি তাই অসাধারণভাবে পণ্যটি বাস্তবায়ন করে পাকাপুক্তভাবে তথ্যপ্রযুক্তি অঙ্গনে প্রবেশ করার প্রয়াস রয়েছে সংগঠনটির। ষসিজারাজ জাহান মিমি

সর্বশেষ খবর