বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
প্রযুক্তি

ডিজিটাল হলো সিএমপি

ডিজিটাল হলো  সিএমপি
তাৎক্ষণিক পুলিশি সহায়তা পেতে এবং অপরাধ কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশি সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে চালু হলো 'ডিজিটাল পুলিশ প্রোটেকশন সিস্টেম'। নাগরিক সেবা প্রদানের উদ্দেশে প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন করেন চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। নগরীতে 'ডিজিটাল পুলিশ প্রোটেকশন সিস্টেম' চালু করাকে সিএমপি পুলিশের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন পুলিশ কমিশনার। নতুন এই প্রযুক্তি সেবা সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা যারা এই ব্যবস্থার আওতায় আসবেন তাদের বাসা, ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে ডাকাতি, দস্যুতা, চুরি ও অগি্নসংযোগের মতো অপরাধের উদ্যোগ গ্রহণ করার সময়ই স্বয়ংক্রিয়ভাবে পুলিশ সেই তথ্য পাবে এবং ব্যবস্থা নিতে পারবে। সিএমপির সম্মেলন কক্ষে সম্প্রতি এ প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, পিপিএম, ডিসি (সদর) বনজ কুমার মজুমদার, পিপিএম, ডিসি (ট্রাফিক) কুসুম দেওয়ান, ডিসি (উত্তর) মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিসি (পশ্চিম) মো. হাবিবুর রহমান, ডিসি (দক্ষিণ) মো. আবদুল্লাহীল বাকীসহ অন্য ঊধর্্বতন কর্মকর্তারা। * ইনফোটেক ডেস্ক

সর্বশেষ খবর