বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

পুঁজিবাজারে আসছে টুইটার

পুঁজিবাজারে আসছে টুইটার
জনপ্রিয় অনলাইন সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের পথে পা বাড়চ্ছে মাইক্রোব্লগ টুইটার। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হচ্ছে সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টর টুইটস এ সীমাবদ্ধ এই অনলাইন নেটওয়ার্ক। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে যুক্তরাজ্যের শেয়ারবাজারে ছাড়া হবে টুইটারের প্রাথমিক শেয়ার ক্রয় প্রস্তাব (আপিও)। আর আগামী বছরের প্রথম প্রান্তিকেই আনুষ্ঠানিকভাবে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করবে এটি। পাবলিক লিমিটেড হিসেবে যাত্রার শুরুতে টুইটারের নিবন্ধিত মূলধন ধরা হয়েছে ১৫ বিলিয়ন ইউএস ডলার। এ ক্ষেত্রে ফেসবুকের নিবন্ধিত মূলধন ধরা হয়েছিল ১৬ বিলিয়ন ইউএস ডলার। জ্যাক নির্মিত সোশ্যাল নেটওয়ার্কিং ও মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার ফেসবুক পরে খুবই জনপ্রিয়। ২০০ মিলিয়ন ব্যবহারকারী ৫৫ মিলিয়ন মাসিক পরিদর্শিত টুইটার তৃতীয় স্থানাধিকারী জনপ্রিয় ওয়েবসাইট। বিদায়ী বছরের সেপ্টেম্বরে আমূল বদলে যায় টুইটারের খোলনোলচে। হয়ে ওঠে আরও বেশি মাল্টিমিডিয়া সাপোর্টেড। ফলে এখন টুইটার হোমপেজ থেকেই দেখা যায় বন্ধুর শেয়ার করা ইউটিউব ভিডিও কিংবা টুইটপিক ইমেজ। ব্রান্ড নিউ হোমজে যুক্ত হয়েছে মিনি প্রোফাইল ইউজার নেমে মাউস রাখলেই দেখা যায় ইউজারের ছোট্ট প্রোফাইল। এ ছাড়া এখন কারও টুইটে ক্লিক করলেই পড়া যায় একই বিষয়ের বাড়তি তথ্য। এমন নতুন সব ফিচার যুক্ত করায় গেল বছরে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে টুইটার কর্তৃপক্ষ। বার্ষিক ৮৭.৫ মিলিয়ন ডলার থেকে গত বছর এক লাফে মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন ডলারে। চলতি বছর মুনাফা ৫০০ মিলিয়নের মাইলফলক স্পর্শের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আর সে লক্ষ্যেই এবার শেয়ার ছাড়ার উদ্যোগ নিয়েছে। * ইনফোটেক ডেস্ক

সর্বশেষ খবর