বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
ইনফোবাজার

গুপ্তচর প্রতিরোধে ক্যাসপারস্কি

গুপ্তচর প্রতিরোধে ক্যাসপারস্কি
অপারেশন RedOctober (Rocra) নামের আরেকটি বড় ধরনের সাইবার-গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড শনাক্ত করেছে ক্যাসপারস্কি ল্যাব। RedOctoberএর আক্রমণে এ পর্যন্ত ভারতে ১৪টি এবং পাকিস্তানে পাঁচটি সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ক্যাসপারস্কি ল্যাবের বিশেষ শ্রেণীর সফ্টওয়্যার ackdoor.win32.Sputnikদ্বারা rocra ম্যালওয়্যারটি সফলভাবে শনাক্ত, ব্লক এবং এর প্রতিকারও করা হয়েছে।

সর্বশেষ খবর