শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ক্ষমা চাইল গুগল

ক্ষমা চাইল গুগল

গুগল ম্যাপে পশ্চিম বার্লিনের একটি রাস্তার মোড় নাৎসি যুগের দেওয়া ন‍ামে চিহ্নিত করায় ক্ষমা চেয়েছে গুগল। গুগলের ম‍ুখপাত্র লিনা ওয়াগনার বলেন, স্থানটির নামে ভুল ধরা পরার পর আমরা দ্রুত ম্যাপ থেকে নামটি (অ্যাডলফ হিটলার প্ল্যাটজ) সরিয়ে ফেলি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিম জার্মানির প্রথম প্রেসিডেন্ট থিওডোর হুয়েসের নামে 'থিওডোর হুয়েস প্ল্যাটজ' নামে স্থানটি পুনরায় চিহ্নিত করি।

প্রসঙ্গত, ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত হিটলারের শাসনামলে জার্মানিতে অনেকগুলো সড়ক ও মোড় হিটলারের নামে নামকরণ করা হয়।

সর্বশেষ খবর