শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এবার আসছে স্মার্টফোন আই-স্ক্যানার

এবার আসছে স্মার্টফোন আই-স্ক্যানার

ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনের পরবর্তী ভার্সনে থাকতে পারে আই-স্ক্যানার।

স্যামসাং মোবাইল বিজনেসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি ইয়ং হি কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০১৪ উপলক্ষে বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গকে এ কথা জানান।

এদিকে, গ্যালাক্সি এসফাইভে ওই প্রযুক্তি ব্যবহার করা হলে আইরিস বা কথ্য ভাষায় যাকে চোখের মণি বলা হয়, সেটি স্ক্যান করে প্রত্যেক ব্যবহারকারীকে আলাদাভাবে শনাক্ত করা যাবে বলে ব্লুমবার্গের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে।

উল্লেখ্য, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতোই আই-স্ক্যানার প্রতিটি মানুষকে আলাদাভাবে শনাক্ত করার প্রযুক্তি।

সর্বশেষ খবর