রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ব্রিটেনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটস অ্যাপ

ব্রিটেনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটস অ্যাপ

ব্রিটেনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটস অ্যাপ ও স্ন্যাপচার্টের মতো অনলাইন বার্তা সেবা। সন্ত্রাস দমন আইনের অধীনে এ ব্যবস্থা নিতে যাচ্ছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সম্প্রতি ফ্রান্সে সংঘটিত সিরিজ সন্ত্রাসী হামলার পেছনে এ মাধ্যমটি গোপন যোগাযোগের নিরাপদ ক্ষেত্র হিসেবে বিবেচিত হওয়ায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এজন্য দেশটির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই নতুন করে আইনের খসড়া তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। নতুন নীতিমালায় এমন ধরনের আইনি কাঠামো থাকবে যার ফলে সম্ভাব্য আক্রমণের সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা সেই যোগাযোগ ব্যবস্থাটি ক্র্যাক করে সন্ত্রাসীদের নজরদারির মধ্যে আনতে সক্ষম হবে।

এ বিষয়ে ক্যামেরন গার্ডিয়ান পত্রিকাকে বলেন, আমরা এমন কোনো ব্যবস্থা রাখতে চাই না যা ব্যবহার করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে। প্রসঙ্গত, স্ন্যাপচার্ট, আই মেসেজ, হোয়াটস অ্যাপ ও বেশ কিছু অনলাইন যোগাযোগ মাধ্যমে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আদান-প্রদান করা তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকায় এগুলো থেকে কোনো তথ্য উদ্ধার করা যায় না। ফলে এ নীতিমালা বাস্তবায়িত হলে যেসব মাধ্যমে প্রেরণ করা তথ্যে কোনো প্রবেশাধিকার থাকে না তা বন্ধ হয়ে যাবে। অবশ্য এটা নির্ভর করছে, ডাউনিং স্ট্রিটের নির্বাচনে ক্যামেরন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেন কিনা। * ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর