রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ইনফো বিশ্ব

ইনফো বিশ্ব

মাইক্রোসফট এক্সেল

বর্তমান প্রেক্ষাপটে অনলাইন নির্ভর চাকরির চাহিদা বেড়েই চলেছে। বিশেষ করে কম্পিউটার সংশ্লিষ্ট কিছু প্রোগ্রাম জানা থাকলে ত্বরান্বিত হয় চাকরির বাজার। এর মধ্যে অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল অন্যতম। এ লক্ষ্যে জ্ঞানকোষ প্রকাশনীর বুকবিডির সম্পাদনায় বের করেছে অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল। বইটির ফ্রি অংশ www.bookbd.info থেকে ডাউনলোড করা যাবে। ব্যক্তিগত ডকুমেন্ট, ব্যবসায়িক হিসাব, পরিসংখ্যান এবং লজিক্যাল ক্যালকুলেশন সবই এক্সেলে করা সম্ভব। এ ছাড়াও নিজে নিজে বিজনেস অ্যাপ্লিকেশন তৈরির জন্য বইটি সহায়ক। বইটিতে এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয়েছে। যেমন ডেটা এন্ট্রি ফরম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টোমাইজেশন, ওয়ার্কশিট ডিজাইন ইত্যাদি। মনে রাখতে হবে অনলাইন দুনিয়ায় পা রাখতে হলে অনেক কিছুই আগে থেকে আয়ত্ত করতে হবে। এটাই বাস্তবতা।* ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর