বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

৮০-তেও দরজা খোলা গুগলে!

চল্লিশেই চালশে। ৬০-এ তো আর কথাই নেই। সহকর্মীদের কাছ থেকে ফেয়ারওয়েল হিসেবে ছাতা, ঘড়ি, মিষ্টির প্যাকেট বাগিয়ে গুটি গুটি ঘরের পথ ধরা। এর পরের কাজ রোজ সকালে খবরের কাগজ সামনে ধরে জগৎ-সংসারকে তুলোধনো করা। ৬০-এর পরের জীবন বলতে এটাই জানি আমরা। আর ৮০? ওরে বাবা! তার গায়ে তো ট্যাগ বসানোই আছে, 'অশীতিপর'। শুনলেই যেন জরা আর বার্ধক্য মূর্তি ধরে সামনে এসে দাঁড়ায়। কিন্তু ৮০ বছরে ওয়েবসাইটে চাকরি? তাও আবার গুগলের মতো জায়ান্ট সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, এরকমই দাবি করেছেন গুগলের হিউম্যান রিসোর্স প্রধান ল্যাজলো বক। গুগলে প্রবীণতম কর্মচারীর বয়স নাকি ৮০ বছর! রেডিট আয়োজিত ‘ask me anything’-র একটি অনুষ্ঠানে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, গুগলে তার বয়সীদের জন্য কোনো চাকরি আছে কিনা। তখনই তার কোম্পানিতে ৮০ বছরের প্রবীণতম কর্মচারীর কথা উল্লেখ করেন ল্যাজলো বক। গুগলের দাবি, তাদের অফিসে কাজের পরিবেশ এতটাই ভালো যে বেশি বয়সীরাও সহজেই মানিয়ে নিতে পারেন। গুগলে কাজ করতে বয়স বাধা নয়। বয়স ৮০-র দোরগোড়ায় হলে গুগলে একবার ট্রাই করে দেখতেই পারেন।

 

সর্বশেষ খবর