বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

ফেসবুকেই পড়া যাবে পুরো খবর

ফেসবুকেই পড়া যাবে পুরো খবর

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, প্রকাশনার নিজস্ব সাইটের প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করবে। ফলে পাঠকরা সরাসরি ফেসবুক থেকে প্রতিবেদনগুলো পড়তে পারবে। নতুন এ খবরে নড়েচড়ে উঠেছে আইটি বান্ধবরা। বিশেষ করে তরুণদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে এ ঘোষণায়। নিউইয়র্ক টাইমস এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো প্রকাশনার নিজস্ব সাইটে প্রকাশিত প্রতিবেদন ফেসবুকে প্রকাশ করা হবে। আর প্রতিবেদনগুলোর সঙ্গে দেওয়া বিজ্ঞাপনের আয়ের পুরোটাই পাবেন মূল প্রকাশক। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকে 'ইনস্ট্যান্ট আর্টিক্যাল' নামে একটি নতুন ফিচার সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। সব কিছু ঠিক থাকলে ফিচারটি এই মাসের মধ্যেই শুরু হতে পারে। মূল কনটেন্টের প্রকাশকদের মাধ্যমে আসা বিজ্ঞাপনের আয়ের পুরোটাই পাবেন প্রকাশকরা আর বিজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে এলে আয়ের ৩০ শতাংশ পাবে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ওই ফিচারের উপর মূল প্রকাশকদের কতটা নিয়ন্ত্রণ থাকবে সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। -ইনফোটেক ডেস্ক

 

সর্বশেষ খবর