বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণরা

প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণরা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসার বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। কারন আইটি সেক্টরের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে কারিগরি শিক্ষাও। আর এ স্রোতধারায় যোগ হচ্ছে দেশের তরুণরাও। বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা হিসেবে কারিগরি দিক অনেকটা এগিয়ে। এ বিষয়টি মাথায় রেখে দেশে চালু হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এছাড়া দেওয়া হচ্ছে বিভিন্ন ভোকেশনাল ট্রেইনিং স্কলারশিপ। এরকম একটি স্কলারশিপ ত্বরান্বিত করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। এর প্রোগ্রাম অফিসার জাহিদ-আল-মাহাদী বলেন, 'আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ফ্রি ট্রেনিং স্কলারশিপ ২০১২ সালে শুরু হয়। এখন পর্যন্ত এখানে ২৬০ জন বিভিন্ন ট্রেডে ট্রেনিং নিয়েছে এবং তারা সবাই দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।' এছাড়া আইডিবি-বিআইএসইডব্লিউ শুধু প্রশিক্ষণই দিচ্ছে না, পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের স্ব-স্ব দেশে ও বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই লক্ষ্যে আইডিবি-বিআইএসইডব্লিউর প্লেসমেন্ট সেল সক্রিয় ভূমিকা পালন করছে। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীরাই তাদের নিজেদের কর্ম অন্বেষণ করছে। 'অষ্টম শ্রেণি পাস, এসএসসি/দাখিল পাস এবং সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস বা অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এ বিষয়ে আরও জানতে ভিজিট করতে পারেন www.idb-bisew.org। ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপে এখানে ৪টি ট্রেডের ওপর ৬ মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং আইটি সেক্টরে নিয়োজিত হয়ে যে কেউ শামিল হতে পারে প্রযুক্তির এ অগ্রযাত্রায়।-ইনফোটেক ডেস্ক

 

সর্বশেষ খবর