বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

আত্মকেন্দ্রিকরা \\\'স্ট্যাটাস\\\' বেশি দেয়

আত্মকেন্দ্রিকরা \\\'স্ট্যাটাস\\\' বেশি দেয়

আপনি কি ফেসবুকে ঘনঘন 'স্ট্যাটাস আপডেট' করেন! তবে হয়ত আপনি আত্মকেন্দ্রিক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ফেসবুকে যে রোমান্টিক সঙ্গী নিয়ে বেশি 'স্ট্যাটাস' দেয় তার আত্মসম্মান বোধ কম। গবেষণায় আরও জানানো হয়, যারা খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ইচ্ছাপূরণ সংক্রান্তবিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তারা সাধারণত আত্মকেন্দ্রিক হয়। অবাক করার মতো বিষয় হচ্ছে ফেসবুকের 'স্ট্যাটাস আপডেট' থেকে ব্যক্তির চরিত্র সম্পর্কে ধারণা করা যায়। ব্রিটেনের ব্রুনেল ইউনিভার্সিটির মনোবিদ্যা বিভাগের শিক্ষক টারা মার্শাল বলেন, "তাছাড়া কেনো নির্দিষ্ট বিষয়ে ফেসবুকে মানুষ লিখছে সেটাও বিবেচনার বিষয়। কারণ এরজন্য 'লাইক' এবং 'কমেন্ট' পাওয়া হচ্ছে ব্যতিক্রমী পুরস্কার।" যারা বেশি 'লাইক' এবং 'কমেন্ট' পায়, মনে করা হয় তারা সামাজিক ভাবে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। অন্যদিকে যারা পায় না তাদের একঘরে বোধ হয়। গবেষকরা দেখতে পান, যাদের আত্মসম্মানবোধ কম তারা রোমান্টিক সঙ্গী নিয়ে ঘনঘন 'স্ট্যাটাস আপডেট' করেন। আর আত্মকেন্দ্রিক মানুষরা তাদের প্রাপ্তি নিয়ে ঘনঘন 'স্ট্যাটাস আপডেট' করেন। যা তারা ফেসবুকের মানুষের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে করে থাকেন। -ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর