শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ইনফো তথ্য

ইনফো তথ্য

ইতিমধ্যে বিশ্ববাজারে চলে এসেছে মাইক্রোসফট অফিস-২০১৬। এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইস ও ক্লাউড বান্ধব মাইক্রোসফট অফিস-২০১৬। এই অফিস সফটওয়্যারটিতে রয়েছে -একটি ফাইল বা ডকুমেন্ট একইসঙ্গে একাধিকজন ব্যবহারে ‘কো-অথরিং’; ভিডিও ও ছবি দ্রুত সম্পাদনের মাধ্যমে ওয়েবে যুক্ত করে বন্ধু-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে ‘অফিস স্যোয়ে’, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক, প্রজেক্ট এবং ভিডিও ব্যবহারে তাৎক্ষণিক পরামর্শ পেতে ‘টেল মি’; অভিধান ও তথ্য সহায়তায় ‘স্মার্ট লুকআপ’। সম্প্রতি এটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এছাড়া ভার্চুয়ালি তথ্য সংরক্ষণে ওয়ানড্রাইভ, অনলাইন বৈঠকে স্কাইপে এবং কম্পিউটারের পর্দা ভাগাভাগি করে কাজ করার সুবিধা।

-ইনফোটেক ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর