বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেসবুকে ফরাসি পতাকার জলছাপ নিয়ে বিতর্ক

ইনফোটেক ডেস্ক

ফেসবুকে ফরাসি পতাকার

জলছাপ নিয়ে বিতর্ক

বর্তমানে সামাজিক বা রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপটে সোচ্চার হয়ে উঠছে ফেসবুকও। প্যারিসে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল তা নিয়েও সরব এ যোগাযোগ মাধ্যম। প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য প্রোফাইল ছবিতে ফরাসি পতাকার আদলে লাল-সাদা-নীল জলছাপ বসিয়ে সংহতি প্রকাশের যে সুযোগ চালু করেছে  অনেকেই তা গ্রহণ করেছেন ঠিকই, কিন্তু এর পক্ষে-বিপক্ষে বিতর্কও শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের মতোই বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাও অনেকেই এই ‘ফ্রেঞ্চ ফ্ল্যাগ ফিল্টার’ লাগিয়েছেন তাদের প্রোফাইল ছবিতে। কিন্তু এ নিয়ে বিতর্ক এবং ভিন্নমত তৈরি হতেও বেশি সময় লাগেনি। অনেকেই প্রশ্ন তোলেন, প্যারিসে হামলায় নিহতদের জন্য ফেসবুক যা করল, তা তারা বিশ্বের অন্য কোনো সন্ত্রাসী হামলা বা সংঘাতে প্রাণহানির পর করেনি কেন? এখানে কি কোনো পক্ষপাত দেখান হয়েছে?  এমন প্রশ্ন তোলেন অনেকে। অনেকে বলছেন, তারা এতে দোষের কিছু দেখছেন না। ফেসবুকে অনেকের প্রোফাইলেই দেখা যাচ্ছে এ নিয়ে তীব্র বিতর্ক ও বাদানুবাদ শুরু হয়ে গেছে। সমালোচনার মুখে অনেকে এই জলছাপ তুলে নিয়েছেন, এমনটাও দেখা গেছে। এমনি একটি বিতর্কের থ্রেড-এ দেখা গেল, একজন মন্তব্য করেছেন: প্যারিসের প্রতি পূর্ণ সমবেদনা রেখেই বলছি একপেশে কেন আমাদের আচরণ? লেবাননে ওই দিনই ৪০ জনের মতো মারা গেছে, প্রায় একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে। তাহলে সব সমবেদনা প্যারিসবাসীর জন্য কেন? এর বিপরীত মত প্রকাশ করে আরেকজন লেখেন  একটা অপশন চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যার ইচ্ছা হবে সে দিবে ইচ্ছা না হলে দিবে না। বিষয়টা সম্পূর্ণ ব্যবহারকারীর নিজের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া। কাউকে জোর করে (ফেসবুক) কর্তৃপক্ষ এই জলছাপ দিচ্ছে না। তবুও আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা এ ব্যাপারে মারাত্মক রিয়্যাকশন করছে। পৃথিবীর অন্য দেশেও একই রকম প্রতিক্রিয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক টাইমস এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করেছে।

সর্বশেষ খবর