বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিস্তৃত হচ্ছে আইটি দুনিয়া

ইনফোটেক ডেস্ক

বিস্তৃত হচ্ছে আইটি দুনিয়া

প্রযুক্তির কল্যাণে এগিয়ে চলছে বিশ্বের বিভিন্ন সেক্টর। হোক সেটা আইটি সংশ্লিষ্ট কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টর। বর্তমান প্রেক্ষাপটে এসব সেক্টরকে পুঁজি করে পরিধি বাড়ছে ইনফরমেশন বা ইনফো দুনিয়ার। এ ধারাবাহিকতায় যোগ হয়েছে গার্মেন্ট শিল্পের বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ। যা হাতে-কলমে শিখে এগিয়ে থাকা যায় আইটিনির্ভর ক্যারিয়ার দৌড়ে। এ ছাড়া সেলাইয়ের কাটিং ও মেকিং  ইত্যাদির মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো থাকায় সারা বিশ্বে আমাদের দেশের সুখ্যাতি রয়েছে। ফলে বেড়ে চলেছে গার্মেন্ট, বায়িং হাউস, ফ্যাশন হাউসসহ পোশাকশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা।  এ লক্ষ্যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয় এ সংশ্লিষ্ট কোর্স। এ ধারাবাহিকতায় বিভিন্ন কোর্স চালু করেছে রাজধানীর সোনারগাঁও বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আরও জানতে # ফোন : ০১৭৮০৩৩০০৬৬। আইটি সেক্টরে পা রাখতে গার্মেন্ট, বায়িং হাউস, মার্চেন্ডাইজিং  পেশা সংশ্লিষ্ট সব কিছুই শেখানো হয় বিভিন্ন কোর্সে। এ ছাড়া উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেন্টিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডকুমেন্টেশন, করস্পন্ডেস, কোটা, টোটাল গার্মেন্ট প্রোডাকশন ইত্যাদি। বর্তমান প্রেক্ষাপটে গতানুগতিক শিক্ষার আশায় বসে না থেকে সময়োপযোগী এসব কোর্সে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে থাকা যায় আইটি দুনিয়ায়। মজবুত হয় আইটিনির্ভর ক্যারিয়ার।

সর্বশেষ খবর