বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অনলাইনে তথ্য গোপনের কিছু সহজ উপায়

ইনফোটেক ডেস্ক

অনলাইনে তথ্য গোপনের কিছু সহজ উপায়

আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়ায় অনেকেই ব্যস্ত। দিনের বেশিরভাগটাই কাটছে অন্তরজালিকার জালে। ফলে সবাই নিজস্ব কিছু গোপন তথ্য শেয়ার বা স্টোর করছে সর্বদা ব্যবহূত এ মিডিয়ায়। কিন্তু এ ব্যস্ততার মাঝেই অনলাইন মিডিয়ায় হামলা চালায় হ্যাকাররা।

বোকা বানিয়ে নিমিষেই হাতিয়ে নেয় আপনার গোপন তথ্য।কিন্তু এবার রইল বিশেষ কিছু টিপস যে কাজগুলো করলে কিছুটা হলেও রক্ষা করতে পারবেন আপনার কোনো গোপন তথ্যকে।

১। পাসওয়ার্ড নিজের কাছে : কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের ও ব্যাংক কার্ডের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়। কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে পাসওয়ার্ড লিখে রাখবেন না। বাড়ির বাইরে গেলে এগুলো লক করে যান।

২। ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার : এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে। সোজা এই ঠিকানায় যান— http://www. google.com/alerts এবং আপনার নাম লিখুন। তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন।

৩। ব্যবহারের পর লক্ষ রাখা : আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ রাখা প্রয়োজন। আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখুন। আপনি যদি এটা করতে ভুলে যান তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে।

৪। জিপ কোড ব্যবহার করতে না দেওয়া : অচেনা কোনো মানুষ এ নম্বরগুলো জানতে চাইলে আপনারা দেবেন না। দেখা যায় কোনো অফিস তার কর্মীর কাছ থেকে এসব তথ্য চাইলে, অনেকেই স্বেচ্ছায় তা দিয়ে দেয়। বহু অফিস এ নিয়ে একটি প্রোফাইল তৈরি করে। আপনার কিন্তু এসব

তথ্য না দেওয়ার অধিকার আছে। তাই আপনি যদি এতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে দেবেন না।

সর্বশেষ খবর