রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হ্যাকারদের স্বর্গরাজ্য

ইনফোটেক ডেস্ক

হ্যাকারদের স্বর্গরাজ্য

বর্তমানে হ্যাকারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রোমানিয়া। যেখানে স্কুলেই শেখানো হয় সাইবার নিরাপত্তা সংক্রান্ত পাঠ। সেখানে স্বশিক্ষিত হ্যাকারদের অভাব নেই। কম খরচে রোমানিয়ার হ্যাকারদের দিয়ে কাজ করানো যায় বলে রোমানিয়া হয়ে উঠেছে সাইবার জগতের ‘হটস্পট’। বর্তমানে সাইবার নিরাপত্তায় দক্ষ ব্যক্তিদের চাহিদা বাড়ছে। অনেকে পেশা পরিবর্তন করে সাইবার নিরাপত্তার কাজ করছেন। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তায় দক্ষ কর্মীর চাহিদা হু হু করে বাড়ছে।

যারা এ বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য ‘সাইব্রারি’ নামের একটি বিনামূল্যের অনলাইন কোর্স দারুণ কাজে লাগে। সাইব্রারির সহ-প্রতিষ্ঠাতা রায়ান কোরে বলেন, রোমানিয়ানদের বেসিক বা মূল বিষয়গুলো আগে থেকেই জানা থাকে। অধিকাংশ এ প্ল্যাটফর্মটি নিরাপত্তা দক্ষতার জ্ঞান আরও বাড়াতে ব্যবহার করে। ২০১৫ সালের শেষ তিন মাসে সাইব্রারির চালানো এক সমীক্ষায় দেখা গেছে, সাইবার নিরাপত্তায় কর্মী নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রযুক্তি কর্মকর্তাদের। সমীক্ষায় ৪৩৫ জন কর্মকর্তাকে প্রশ্ন করে সাইব্রারি। তাদের ৮০ শতাংশ সাইবার নিরাপত্তায় লোক নিয়োগের ক্ষেত্রে সমস্যার কথা বলেন। রোমানিয়ার বৃহত্তম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হচ্ছে বিটডিফেন্ডার। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৯০০ জনের বেশি কর্মী আছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর