সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে

ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে

দিনে অন্তত পাঁচবার ফেসবুকের হোমপেজে না এলে দিনটাই তেতো হয়ে আসে অনেকের। নিজের ব্যক্তিগত অনেককিছুই হয়তো শেয়ার করেন বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠদের সঙ্গে। এসবের মাঝে কখন যে হ্যাকারদের খপ্পরে পড়ে যাবেন, ঘুণাক্ষরে জানতে পারবেন না। নিজের অ্যাকাউন্ট নিরাপদে রাখতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে ফেসবুক সংস্থা।

কীভাবে করবেন : এই ব্যবস্থায় রয়েছে বিশেষ সুবিধা। কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে চায় বা চেষ্টা করছে, তাহলে তাত্ক্ষণিক মোবাইল বা মেলে নটিফিকেশন আসবে। সেই সুবিধা পেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকের Setting option-এ। সেখানে ক্লিক করলেই পর পর আসবে এ eneral, Security, Privacy, Blocking, Notifications ইত্যাদি। এরপর Security option-এ গিয়ে ক্লিক করুন। ফেসবুক পেজের মাঝখানে আসবে Security Settings। নিচে লেখা থাকবে, Login Alerts, Code generator, App Passwords, Trusted Contacts প্রভৃতি। এগুলি সবই Security settings-এর অন্তর্গত। অ্যাকাউন্ট হ্যাক যাতে না করতে পারে, তার জন্য আপনাকে Login alerts option এর Edit- এ যেতে হবে। ক্লিক করার পরই আপনার সামনে আসবে Notification, Email I Text messages Option। এদের মধ্যেই আছে দুটি করে sections। যেখানে গিয়ে আপনাকে ঠিক করতে হবে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা। আপনি মোবাইলে, ইমেলে নটিফিকেশনের জন্য দিতে পারেন। সবকিছু ঠিক করার পর ঝধাব changes button -এ গিয়ে ক্লিক করুন। প্রতিটি প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ করলেন। এ প্রক্রিয়া চালু থাকাকালীন কোনো হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে তাহলে হয়তো অনেকটাই বিফলে যাবে। -সূত্র : ইন্টারনেট।

সর্বশেষ খবর