মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইনফো বাজার

ইনফোটেক ডেস্ক

ইনফো বাজার

বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ টিন-এজ তরুণ-তরুণী একসঙ্গে বা দলবদ্ধ হলেই মেতে উঠছে গ্রুপ সেলফি তোলায়। এ বিষয়কে মাথায় রেখে স্মার্টফোন কোম্পানি অপো তাদের নতুন একটি ভার্সন-ব্ল্যাক লুক নিয়ে এসেছে। মূলত এ ফোনটি নিয়ে আসা হয়েছে গ্রুপ সেলফি এবং মধ্যম মানের ফোনের ক্রেতাদের জন্য। অপো এফ৩ ব্ল্যাক ভার্সনে একসঙ্গে ১০০ জন পর্যন্ত সেলফি তোলা যাবে। গ্রুপ সেলফি তোলার বিশাল সুযোগ রয়েছে এতে। ফলে তরুণদের নজর কেড়েছে এটি। ফোনটিতে

আছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং গ্রুপ সেলফির জন্য থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফলে ভালো মানের গ্রুপ সেলফি তুলতে সক্ষম এ ফোনটি। ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেলফি এক্সপার্ট ব্র্যান্ডের মধ্যে অপো এফ৩ প্লাস-এর পরেই আছে সম্প্রতি বাজারে আসা অপো এফ৩ গোল্ড। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর