রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ইনফো বাজার

নতুন টেকনোলজিতে টেকনো

ইনফোটেক ডেস্ক

নতুন টেকনোলজিতে টেকনো

নতুন টেকনোলজি নিয়ে যাত্রা শুরু হয়েছে হংকংভিত্তিক মোবাইল ব্র্যান্ড টেকনোর। প্রাথমিকভাবে বাজারে টেকনো ব্র্যান্ডটির পাঁচটি হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। স্থানীয় পরিবেশক হিসেবে টেকনো ফোনের বিক্রি, সরবরাহ এবং বাজারজাতকরণ করবে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। এই হ্যান্ডসেটগুলোর মধ্যে ফ্লাগশিপ ফোনের মডেল আই সেভেন। আই সিরিজের এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন ১০৮০ বাই ১৯২০ পিক্সেল। ফোনটিতে ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলে ব্যাক ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশ রয়েছে। অ্যানড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটি টেকনোর নিজস্ব ওএস হাইওএস ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর