শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইনফো বাজার

ইনফো বাজার

স্যামসাং গ্যালাক্সি জে সিরিজ পরিবারে এবার নতুন স্মার্ট সদস্য হিসেবে যুক্ত হয়েছে গ্যালাক্সি জে৭ নেক্সট। নতুন সংস্করণের আকর্ষণগুলো হলো অ্যাডাপ্টিভ ওয়াইফাই ও ডুয়েল ম্যাসেঞ্জার এবং ইনস্ট্যান্ট সুইচিং। গ্যালাক্সি জে ৭ নেক্সট-এর অ্যাডাপ্টিভ ওয়াই-ফাই ফিচারটি কম ডাটা ব্যবহার এবং ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফিচারটি ওয়াই-ফাই সংযোগগুলোতে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করে। এছাড়া একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ম্যাসেঞ্জার ব্যবহারের সুযোগ করে দিতে সম্পূর্ণ নতুন গ্যালাক্সি জে ৭ নেক্সট স্মার্টফোনে ডুয়েল ম্যাসেঞ্জার বিল্ট-ইন রয়েছে। অন্যদিকে স্যামসাং এই নতুন উদ্ভাবন- ইনস্ট্যান্ট সুইচিং সুবিধাটি নিয়ে এসেছে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা আঙ্গুলের স্পর্শের মাধ্যমে অ্যাপসগুলো এবং হোম স্ক্রিনের মধ্যে সুইচ করতে পারবেন। ১৩ মেগা পিক্সেলের গ্যালাক্সি জে ৭ নেক্সট স্মার্টফোনে রয়েছে এফ/১.৯ অ্যাপারচার সম্পন্ন ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপারচার সম্পন্ন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর