রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা!

ইনফোটেক ডেস্ক

পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা!

নাসার একটি ছোট্ট ভুলের জন্যই নাকি পৃথিবীকে যে কোনো সময় আক্রমণ করতে পারে এলিয়েন বা ভিনগ্রহীরা। অর্থাৎ যদি তারা থেকে থাকে, তাহলে নাকি তারা যে কোনো সময় পৃথিবীতে এসে একেবারে জমিয়ে বসতে পারে। এমনটাই আশঙ্কা করছেন আমেরিকান অ্যাস্ট্রোনট ড. ফ্র্যাঙ্ক ড্রেক। আগে নাসার সঙ্গে কাজ করেছেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৯৭০-এ এক বিশেষ মানচিত্র মহাকাশে পাঠায়। সে মানচিত্র তৈরিতেই কাজ করেছিলেন ড্রেক। বর্তমানে সেটি নক্ষত্রমণ্ডলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৭-এ নাসা Voyager 1 I Voyager 2 নামে দুটি স্পেশক্রাফট মহাকাশে পাঠায় নাসা। ফ্র্যাঙ্ক ড্রেক নামে ওই মহাকাশ বিজ্ঞানী তার মেয়ে নাদিয়াকে বলেছেন, সে সময় পৃথিবী থেকে পাঠানো হচ্ছে এটা প্রমাণ করার জন্য কিছু একটা পাঠাতে হতো ওই স্পেশক্রাফটে। সে জন্যই দেওয়া হয়েছিল ওই মানচিত্র। তার আশঙ্কা এতদিনে এলিয়েনদের হাতে পৌঁছেছে সেই ম্যাপ। আর সেটা দেখে তারা যখন-তখন নেমে আসতে পারে ধরাধামে। ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া সাক্ষাৎকারে নাদিয়া জানিয়েছে, ওই স্পেশক্রাফটের সন্ধান পেলে ভিনগ্রহীরা পৃথিবীকে তো অনায়াসে খুঁজে পাবেই, সেই সঙ্গে কতদিন আগে ওই স্পেশক্রাফট পাঠানো হয়েছে, সেটাও জেনে যাবে। বিপদের আশঙ্কা সত্ত্বেও কেন নাসা এমন একটা কাজ করল? ড্রেক বলেন, যে সময় এটি পাঠানো হয়, সে সময় এ প্রশ্ন তোলার মতো কেউ ছিল না।

সর্বশেষ খবর