রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফোটেক ডেস্ক

নতুন পালক জুড়তে চলেছে ফেসবুকের মাথায়। আগামী বছরের মধ্যে ফেসবুক ভিডিও চ্যাটের মাধ্যমে চেনা যাবে সেই মানুষটিকে, যার সঙ্গে চ্যাট করছেন আপনি। আমাজন ইকো শো’র মতোই এ চ্যাটের জন্য থাকবে ক্যামেরা, টাচস্ক্রিন সুবিধা ও স্পিকার।

তবে ফেসবুকের এ নতুন ফিচারের আগমন ভয় ধরাচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মনে। তাদের আশঙ্কা এ মুখ পরিচিতির মাধ্যমে তাদের ওপর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। আগামী বছরের মে মাসের মধ্যেই এ নতুন ফিচার বাজারে আসবে বলে জানিয়েছে ফেসবুক। আলোহা নামের এ প্রজেক্টটি এখনই যথেষ্ট প্রচার পেয়েছে। তবে ব্যবহারকারীদের কাছে আসার আগে এর নাম পরিবর্তন করা হবে বলে সূত্রের খবর। এর আগে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ের সুবিধা নিয়ে আসা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর