শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ইনফো কর্নার

মশা মারার অপরাধে ‘শাস্তি’ দিল টুইটার

ইনফো ডেস্ক

ফেসবুক বেশ কয়েক মাস আগেই ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়মাবলি অনুযায়ী, আপত্তিকর কোনো পোস্ট থাকলে সেই ব্যবহারকারীকে প্রয়োজনে ব্যান করে দিতে পারে ফেসবুক, এমনটাই সারমর্ম সেই নিষেধবাণীর। এবার একই রকম পদক্ষেপ নিয়েছে টুইটার। এই সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়, তার জন্যই কিছু শর্তাবলি তৈরি করেছে টুইটার। কিন্তু এই ধরনের টুলস যে সব সময় নিরপেক্ষ বিচার করতে সমর্থ হয়, তা নয়। এমনই এক ঘটনা সম্প্রতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জাপানের এক টুইটার ইউজার একদিন বাড়িতেই গা এলিয়ে টেলিভিশন দেখছিলেন। এমন সময় এক মশা এসে তাকে বারবার আক্রমণ করে। শেষে বিরক্ত হয়ে তিনি মশাটিকে সজোরে এক চড় কষান এবং তাতেই কুপোকাত হয় মশা। 

এই পর্যন্ত সব ঠিক ছিল। বিপত্তি ঘটল যখন লোকটি পুরো ঘটনার বিবৃতি দিয়ে একটি টুইট করে। সঙ্গে ছিল একটি মৃত মশার ছবিও। সুরিভব নামে ওই ইউজারকে তত্ক্ষণাৎ ব্যান করে টুইটার।  সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই টুইট খুব একটা ভালো নজরে দেখেনি টুইটার। কারণ সম্ভবত টুইটের ভাষা, যেখানে হত্যা, ডেড শব্দগুলো ব্যবহার করা হয়। তাই হতভম্ব হয়ে যান ওই ব্যবহারকারী এবং একটি নতুন অ্যাকাউন্ট খুলেন। সেখানেই তিনি অভিযোগ জানান, টুইটার সম্পর্কে এবং সেই টুইটের লাইক সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার।

সর্বশেষ খবর