রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকিতে আইফোন-আইপ্যাড-ম্যাকস

ইনফোটেক ডেস্ক

ঝুঁকিতে আইফোন-আইপ্যাড-ম্যাকস

অবশেষে অ্যাপল স্বীকার করেছে যে, এর সব ম্যাক ও আইওএস ডিভাইস দুটি গুরুত্বপূর্ণ চিপের ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেকট্রা ও মেল্টডাউন নামের ওই দুটি  চিপের ত্রুটির কারণে প্রায় সবকটি আধুনিক কম্পিউটিং ডিভাইস হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছে। গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে। এদিকে প্রযুক্তি কোম্পানিগুলো নিরাপত্তাজনিত ঝুঁকির সমাধান বের করার চেষ্টা করছেন। কারণ তারা নিশ্চিত হয়েছেন ওই দুটি হার্ডওয়্যার চিপের ত্রুটির কারণে কম্পিউটারের মেমরিতে থাকা তথ্য হ্যাকিং হওয়ার শঙ্কা রয়েছে। পাসওয়ার্ডসহ অন্যান্য সংবেদনশীল তথ্য যেমন ব্যক্তিগত ছবি, ই-মেইল ও ইনস্ট্যান্ট মেসেজও এতে হ্যাক হতে পারে। ওয়েবসাইটে দেওয়া একটি বিবৃতিতে অ্যাপল বলেছে, সব ম্যাক ও আইওএস ডিভাইস মেল্টডাউন ও স্পেকট্রা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ম্যাক কম্পিউটার, অ্যাপল টিভি, আইফোন এবং আইপ্যাডের জন্য সাম্প্রতিক অপারেটিং সিস্টেম আপডেট মেল্টডাউন অ্যাটাক থেকে গ্রাহকদের রক্ষা করবে এবং ডিভাইসকেও ধীরগতির করে দেবে না। অ্যাপল ওয়াচকেও ক্ষতিগ্রস্ত করতে পারবে না মেল্টডাউন। তবে ম্যাক ও আইওএস ডিভাইস স্পেকট্রা আক্রমণের ঝুঁকিতে  আছে, সেই কোডের মাধ্যমে যা ওয়েব ব্রাউজারে রান করে।

সর্বশেষ খবর