রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
আইটি বিশ্ব

এবার রোগীকে বাঁচাবে ড্রোন!

ইনফোডেস্ক

এবার মৃত্যু মুখে থাকা রোগীদের ওষুধ এবং রক্ত দিয়ে বাঁচিয়ে তুলবে ড্রোন। ক্যালিফোর্নিয়ার জিপলিন সংস্থা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে। জীবন বাঁচাবে এই ড্রোন। কিন্তু কীভাবে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুলবে এই ড্রোন? প্রত্যন্ত গ্রামের হাসপাতালগুলোতে ওষুধ কিংবা রক্ত পৌঁছে দেওয়া সম্ভব হয় না সব সময়। এর ফলে সঠিক চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগী। অ্যাম্বুলেন্স নিয়েও সব সময় যাওয়া সম্ভব হয় না। সে সব দুর্গম রাস্তা দিয়ে। তাই ডাক্তাররা চেষ্টা করেও পর্যাপ্ত ওষুধ কিংবা রক্তের অভাবে রোগীদের বাঁচাতে পারেন না। সেই সমস্যারই মোকাবিলা করবে এবার ড্রোন। যা যে কোনো দুর্গম জায়গায় ওষুধ নিয়ে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। মাত্র ১৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে ড্রোনটি।

সর্বশেষ খবর