রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পৃথিবী মানুষের আদি ‘বাড়ি’ নয়!

ইনফোটেক ডেস্ক

পৃথিবী মানুষের আদি ‘বাড়ি’ নয়!

সম্প্রতি একটি বই নিয়ে শোরগোল নেট দুনিয়ায়। এ বইয়ের নাম ‘হিউম্যানস আর নট ফ্রম আর্থ’। নাম শুনেই বোঝা যাচ্ছে, লেখক ড. এলিস সিলভারের দাবি মানুষ পৃথিবী নয়, অন্য গ্রহ থেকে এসেছে। আর এমন দাবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক। জানা যাচ্ছে, বিবর্তনবাদ নিয়ে বিস্তর গবেষণা করেছেন সিলভার। তার দৃঢ় বিশ্বাস, এই গ্রহে মানুষ যতই নিজেদের গেড়ে বসুক না কেন, তারা এসেছে বাইরের গ্রহ থেকে। নিজের যুক্তির স্বপক্ষে লেখকের দাবি, সূর্যের প্রখর তাপে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীর পরিবেশে মানুষ বহু ক্ষেত্রে সমস্যায় পড়ে। এমন একজনও মানুষও নেই, যে একশ শতাংশ সুস্থ। তবে সিলভার যা বলছেন, তা নতুন কিছু নয়। এর আগেও এমন দাবি শোনা গেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, মহাজাগতিক ব্যাকটেরিয়াই পৃথিবীতে বইয়ে এনেছে প্রাণের বীজ। ১৯৯৮ সালে টেক্সাস ও মরক্কোতে আবিষ্কৃত হয়েছিল দুটি উল্কাখণ্ড। ৪.৫ বিলিয়ন বছর আগে ওই উল্কা দুটি পৃথিবীতে আছড়ে পড়েছিল বলে দাবি বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন, ওই উল্কাখণ্ডতে রয়ে গেছে পানি ও বিভিন্ন জৈব যৌগ। সেই চিহ্ন থেকেই পৃথিবীর প্রাণ-রহস্য খুঁজছেন তারা।

সর্বশেষ খবর