মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মহাকাশে আবর্জনা পরিষ্কার করবে স্যাটেলাইট!

ইনফো ডেস্ক

মহাকাশের আবর্জনা পরিষ্কার করার সম্ভাব্য সমাধান হিসেবে স্যাটেলাইট ছাড়া হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। খুব তাড়াতাড়ি এই স্যাটেলাইটটি কক্ষপথে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে। এপ্রিল মাসে ফ্লোরিডা থেকে একটি স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাফটে লঞ্চ করা হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী এই স্যাটেলাইটটিকে। ‘Remove DEBRIS mission’ নামের এই স্যাটেলাইটটি ব্রিটেনে তৈরি করা হয়েছিল। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা ভয়ঙ্কর স্পেস আবর্জনা পরিষ্কার করার এটাই গোটা বিশ্বে প্রথম প্রচেষ্টা। ১০০ কিলোগ্রামের এই স্পেসক্রাফটটি একটি জাল ও একটি হারপুন ব্যবহার করে ভাসতে থাকা স্পেস আবর্জনাকে ধরার চেষ্টা করবে। সেই সঙ্গে স্যাটেলাইটটি তার ক্যামেরা ও র‌্যাডার সিস্টেমেরও পরীক্ষা করবে। একটি রিপোর্ট অনুযায়ী, এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেরাচ্ছে হাজার হাজার স্পেস আবর্জনা। যাদের মধ্যে বেশ কিছু আবর্জনা একটি গতিসম্পন্ন বুলেটের থেকেও বেশি গতিতে ঘুরে বেরাচ্ছে। যা মূল্যবান স্যাটেলাইট এমনকি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্যও ক্ষতিকারক হয়ে উঠতে পারে।

সর্বশেষ খবর