বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

হুয়াওয়ের অপারেটিং সিস্টেম ‘হংমেং’

ইনফোটেক ডেস্ক

হুয়াওয়ের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ সাময়িক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিলের কথা বলা হয়েছে। হুয়াওয়ের গ্রাহকের কথা বিবেচনা করে এ শিথিলতা দেওয়া হচ্ছে। তবে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে নিজেদের অপারেটিং সিস্টেম তৈরির চিন্তা আগেই ছিল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের। হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে ‘হংমেং’। বিষয়টি আগেই অনুধাবণ করে গত মার্চে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেছিলেন, ‘আমরা  নিজস্ব অপারেটিং সিস্টেম প্রস্তুত করেছি। তবে আমরা এইটা ব্যবহার করতে চাই না। কিন্তু এরই মধ্যে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে বলে শোনা যাচ্ছে। একটি সূত্র হুয়াওয়ে সেন্ট্রালকে জানায়, হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ তৈরি করেছে, যার উন্নয়ন কাজ শুরু হয় ২০১২ সালে।

সর্বশেষ খবর