৯ জানুয়ারি, ২০২০ ১৪:২২

বিমান দুর্ঘটনায় ১৭৬ জন নিহতের ঘটনায় ইউক্রেনে শোক ঘোষণা

অনলাইন ডেস্ক

বিমান দুর্ঘটনায় ১৭৬ জন নিহতের ঘটনায় ইউক্রেনে শোক ঘোষণা

নিহতদের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির শ্রদ্ধা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ৯ জানুয়ারিকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করেছেন। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফর্ম আজ বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের স্মৃতির সম্মানে প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন। দিবসটি উপলক্ষ্যে সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ও কনসার্ট বন্ধ থাকবে এবং টেলিভিশন ও রেডিওর অনুষ্ঠানমালায়ও পরিবর্তন আনা হয়েছে। 

৮ জানুয়ারি ইরানের তেহরানে উড্ডয়ের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় ইউক্রেন এয়ারলাইন্সের সেই বিমানটি। এতে ১৬৭ জন যাত্রী ও ৯ ক্রু সদস্য ছিল। বিমানে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান, ১১ ইউক্রেনিয়ান, ১০ সুইডিশ, ৪ আফগান, ৩ জার্মান ও ৩ ব্রিটিশ নাগরিক ছিলেন। নিহতদের নাম পাওয়া গেছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের ইমাম আল খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটির ইঞ্জিনে আগুন ধরার পরপরই সেটি বিধ্বস্ত হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর