১৬ জানুয়ারি, ২০২০ ১০:২৯

'মার্কিন প্রেসিডেন্ট পদে কোনও নারী বিজয়ী হতে পারবেন না'

অনলাইন ডেস্ক

'মার্কিন প্রেসিডেন্ট পদে কোনও নারী বিজয়ী হতে পারবেন না'

বার্নি স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী ডেমোক্র্যাট দলের বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে নারী বিদ্বেষী অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। গত মঙ্গলাবার ডেমোক্র্যাটদের সপ্তম বিতর্কে এ অভিযোগ করেন ওয়ারেন। 

তিনি জানান, ২০১৮ সালের ডিসেম্বরে বার্নি স্যান্ডার্স তাকে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট পদে একজন নারী বিজয়ী হতে পারবেন না। ফলে কোনও নারীর পক্ষে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে প্রবেশ করা সম্ভব নয়।

কিন্তু তার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে স্যান্ডার্স জানান, দীর্ঘদিন ধরে একজন নারী প্রেসিডেন্টের ধারণাকে সমর্থন দিচ্ছেন তিনি। এদিন, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে প্রত্যাহারের দাবি তুলেছেন এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স। এবারের বিতর্কে অংশ নেন ছয় প্রার্থী।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর