৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৮

বলিভিয়ায় ডেঙ্গুর প্রকোপ: মৃত ১০, আক্রান্ত ১০ হাজার

অনলাইন ডেস্ক

বলিভিয়ায় ডেঙ্গুর প্রকোপ: মৃত ১০, আক্রান্ত ১০ হাজার

ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বলিভিয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। আর গত এক সপ্তাহে এই ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। 

বলিভিয়ার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে সান্তা ক্রুজ শহরে। বাণিজ্যিক নগরী সান্তা ক্রুজে আক্রান্তের সংখ্যা প্রায় বারোশো।  

কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে তারা। অল্প কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি করছে বলিভিয়া প্রশাসন।  


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর