১০ জানুয়ারি, ২০২১ ১৫:২৭

নজিরবিহীন তুষারপাতে ৫০ বছরের রেকর্ড ভেঙেছে স্পেন

অনলাইন ডেস্ক

নজিরবিহীন তুষারপাতে ৫০ বছরের রেকর্ড ভেঙেছে স্পেন

নজিরবিহীন তুষারপাতের কবলে পড়েছে স্পেন। এতে দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাত ভেঙে দিয়েছে গত ৫০ বছরের রেকর্ড। খবর বিবিসির

তুষারপাতে প্রভাবে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাদ্রিদসহ বিভিন্ন শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ করে দেয়া হয়েছে মেট্রোরেল ছাড়া সব গণপরিবহন। কোথাও কোথাও তিন ফুটেরও বেশি বরফের স্তর জমে গেছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, মাদ্রিদে বরফের স্তূপের নিচ থেকে ৫৪ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, জারাগোজা শহরে শৈত্যের কবলে পড়ে এক গৃহহীন ভবঘুরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পাশাপাশি ফুয়েঞ্জিরোলা শহরে নদীর পানির তোড় ভাসিয়ে নিয়ে যায় এক দম্পতিকে। গাড়ির মধ্যে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে সরকার। এমন নজিরবিহীন পরিস্থিতিতে ঝড়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়া হচ্ছে।

তবে শত কষ্ট উপেক্ষা করে অনেকেই মেতে উঠেছেন তুষার আনন্দে। ইতিহাসে সবচেয়ে বড় তুষারপাত দেখার স্বাক্ষী হতে রাস্তায় নেমে আসেন তারা।

মাদ্রিদ কর্তৃপক্ষ ভ্রমণ এড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের মতে, চলমান তুষারপাত আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর