বুধবার (৩১ মার্চ) সু চি'র বিরুদ্ধে সামরিক সরকারের মামলার বিষয়ে কথা বলেন ভিডিও কনফারেন্সে তার আইনজীবী। আলোচনা শেষে মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি 'সুস্থ ও ভালো' আছেন বলে জানান তিনি।
মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক সরকারের হাতে আটক দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি ‘সুস্থ’ আছেন বলে আশ্বাস দিয়েছেন তার আইনজীবী মিন মিন সোই। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছে, 'সু চি'কে দেখে সুস্থ ও ভালো বলে মনে হয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ৭৫ বছর বয়সী সু চিকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতিসহ অবৈধভাবে ছয়টি হ্যান্ডহেল্ড রেডিও ও করোনা প্রটোকল না মানার অভিযোগ আনা হয়েছে। আগামী বৃহস্পতিবার সু চির বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানি হবে।অন্যদিকে, সু চির আইনজীবীরা বলেছেন, 'নোবেল শান্তি বিজয়ীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অতিরঞ্জিত ও হাস্যকর।'
এদিকে, মিয়ানমারে ক্রমাগত সেনাবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে সেখানে মার্কিন দূতাবাসের অত্যাবশ্যকীয় নন এমন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির