২৬ এপ্রিল, ২০২১ ১৫:৫৪

মরিয়ম নওয়াজের সঙ্গে যোগাযোগ রাখছেন ইমরান খানের দলের সাংসদরা

অনলাইন ডেস্ক

মরিয়ম নওয়াজের সঙ্গে যোগাযোগ রাখছেন ইমরান খানের দলের সাংসদরা

মরিয়ম নওয়াজ। ফাইল ছবি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংসদ সদস্যদের একটি বিচ্ছিন্ন গ্রুপ তার দলের সাথে যোগাযোগ করছেন। খবর ইয়াহু নিউজের

শনিবার লাহোরে একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের ঘোষণা দেওয়া হোক। তারপরই আপনারা নাটক দেখতে পারবেন।

পিএমএল-এন নেত্রী বলেন, জাহাঙ্গীর তারিনকে সমর্থন করা ৪০ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত বিচ্ছিন্ন গ্রুপটি আরো অনেক বড়।

তিনি বলেন, পিটিআইয়ের অসন্তুষ্ট সাংসদরা প্রধানমন্ত্রী ইমরান খানের ‘অক্ষমতার বোঝা আর সহ্য করতে পারছেন না’। এ কারণে ওই সাংসদরা আসন্ন সাধারণ নির্বাচনে পিটিআই থেকে আর দাঁড়াতে চাচ্ছেন না বলেও জানান মরিয়ম।

এর আগে, দলের বিরোধী নেতা জাহাঙ্গীর তারিনকে সমর্থন করা পিটিআইয়ের সাংসদরা ইমরান খানের সরকারকে তার প্রতি অন্যায় আচরণ করার কারণে পার্লামেন্ট ছেড়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর