২৫ মে, ২০২১ ০৯:৫৯

বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইউরোপের

অনলাইন ডেস্ক

বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইউরোপের

বেলজিয়াম রাজ্যের রাজধানী ব্রাসেলসে ২৭ জন রাষ্ট্রীয় নেতার সম্মিলিত সিদ্ধান্তে বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে, স্থানীয় সময় ২৩ মে সাংবাদিককে গ্রেপ্তার করতে বেলারুশ সরকার মিথ্যা আতঙ্ক ছড়িয়ে তাদের দেশের একটি বিমান ছিনিয়ে দেশে ফেরত আনে। সাংবাদিক গ্রেপ্তার করতে এমন ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা অনেক দেশ। 

গ্রেপ্তারের আগে প্রোটাসেভিচের মৃত্যুদন্ড হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। এরইমধ্যে গ্রেপ্তার প্রোটাসেভিচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বলছেন, সুস্থ্ আছেন এবং তার অপরাধ স্বীকার করে নিচ্ছেন। যদিও সাংবাদিক, অধিকার কর্মীসহ দেশটির প্রধান বিরোধী দলের নেতারা ছড়িয়ে পড়া ভিডিওর সমালোচনা করে বলেছেন, প্রোটাসেভিচের চাপের মুখে এসব কথা বলেছেন। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর