২৬ মে, ২০২১ ১০:০৫

ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস বাইডেনের

অনলাইন ডেস্ক

ফ্লয়েডের পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস বাইডেনের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের পরিবার গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পুলিশ সংস্কার বিল পাস করতে অনুরোধ জানালে বাইডেন তাদেরকে ন্যায়বিচারের আশ্বাস দেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, গত বছরের ২৫ মে মিনেসোটা শহরের মিনিয়াপোলিস পুলিশের অত্যাচারে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এদিন ফ্লয়েডের স্মরণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নামেন সাধারণ মানুষ। পুলিশি অত্যাচার বন্ধের আহ্বান জানান তারা। ফ্লয়েডের স্মরণে অনুষ্ঠান আয়োজনের শুরুতে অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। তবে কারা চালিয়েছে তা জানা যায়নি। 

জর্জ ফ্লয়েডকে হত্যা করে পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন নীতি লঙ্ঘন করেছেন বলে আদালতে সাক্ষ্য দেন শহরের পুলিশপ্রধান মিডারিয়া এরাডোনডো। তিনি আদালতে বলেন, 'ফ্লয়েডকে গ্রেফতারের সময় ওই পুলিশ কর্মতর্কার বল প্রয়োগ করা একেবারেই উচিত হয়নি। তার দায়িত্বের সঙ্গে এটি সাংঘর্ষিক এবং নীতি ও আদর্শের পরিপন্থী।'

এ ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: সিএনএন


বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর